অনেক আগে থেকেই একটা কথা বেশ প্রচলিত, ডান হাতের তালু চুলকালে নাকি টাকা আসে, আর বা হাতের তালু চুলকালে টাকা গায়েব। হাতের তালু চুলকালেই আমাদের মধ্যে কমবেশি সবাই এ কথা বিশ্বাস করে। কিন্তু হঠাৎ হঠাৎ ডান কিংবা বাঁ হাতের তালু চুলকায় কেন, জানেন?
হাতের তালু চুলকায় কেন
বিশেষজ্ঞরা বলছেন, হাতের তালু চুলকানোর নেপথ্যে টাকা আসা বা খরচ হওয়ার কোনো সম্পর্ক নেই। পুরোটাই একটা কুসংস্কার।তবে হাতের তালু চুলকালে একটু চিন্তারই ব্যাপার। তা ডান হাত হোক, কিংবা বা হাত। এর নেপথ্যে রয়েছে ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়া খুব আমাদের আশপাশেই ঘোরাফেরা করছে এবং খুব সহজেই সেই ব্যাকটেরিয়া আমাদের কাবু করে ফেলছে।
ব্য়াপারটা একটু বিশদে বলা যাক। সারা দিন আমরা নানা জায়গায় কাজের প্রয়োজনে হাত দিই। কখনো বাস, রিকশা, সিএনজি কিংবা ট্রেন। অথবা পাবলিক টয়লেট।এমনকি আপনি যে অফিসে কাজ করেন, সেই ডেস্কেও থাকে এই ব্যাকটেরিয়া।
শুধু তা-ই নয়, সারা দিন ধরে যে মোবাইলে খুটখাট করতে থাকেন, সেই মোবাইলের স্ক্রিনেও বাসা বাঁধে এই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আপনার অজান্তেই হাতের ত্বকে বাসা বাঁধতে শুরু করে। যার ফলে শুরু হয় এই চুলকানি।
কিভাবে দূর করবেন
প্রথমেই হাতের তালু চুলকালে ভালো করে হাত ধুয়ে নিন।
এ ক্ষেত্রে হ্যান্ডওয়াশ বা সাবান ব্যবহার করুন।
বারবার হাত ধোয়ার অভ্যাস করুন। এতে হাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না।
যখনই বাইরে বের হবেন সঙ্গে স্যানিটাইজার রাখুন। প্রয়োজনে সেটা ব্যবহার করুন।
আপনার ল্যাপটপ, ডেস্কটপের কি-বোর্ড এবং মোবাইলের স্ক্রিন মাঝেমধ্যেই পরিষ্কার করুন। বাজারে বিশেষ ক্লিনার পাওয়া যায়।
হাত না ধুয়ে খাবার খাবেন না। এতে আরো সমস্যা বাড়তে পারে
এমআর/এসএন