চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দুইটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৩ মার্চ) ভোর চারটার দিকে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দীঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
শখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভোরে স্থানীয় জনগণ দুই ছিনতাইকারীকে আটক করে থানায় সোপর্দ করে। তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও দু’টি ছুরি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাফি নামের এক যুবকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এ চক্রটি বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাই করে বেড়াচ্ছে। প্রশাসন তাদের ধরতে বার বার ব্যর্থ হয়েছে।
আমরা জনগণ আজ ভোররাতে তাদেরকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছি। এ চক্রটি উপজেলার কালীপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে মোটরসাইকেল, গভীর নলকূপের হাতল, নির্মাণাধীন ভবনের লোহা চুরি করে । এছাড়াও ভোরে ও গভীর রাতে সড়কের মধ্যে গাছ ফেলে যাত্রী, মাছ বোঝাই ট্রাক, লবণের গাড়ি অবরোধ করে টাকা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিল।
এসএম/টিএ