পরিবর্তন হতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলানো হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন নাম নির্ধারণের বিষয়ে আগামীকাল সোমবার (২৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

গতকাল রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘সব জাতিসত্তার অংশগ্রহণে এবারের নববর্ষের শোভাযাত্রায় নতুন রং, গন্ধ ও সুর পাওয়া যাবে।

এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখবেন। নিজেদের চোখেই অনেক পরিবর্তন দেখতে পাবেন।’

তবে কী ধরনের পরিবর্তন দেখা যাবে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। বলেন, ‘এটি সারপ্রাইজ হিসেবেই থাকল।

ইটস আ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারবেন—পরিবর্তনগুলো কিভাবে ঘটছে।’

উপদেষ্টা আরো বলেন, ‘আসলেই (শোভাযাত্রায়) নতুন কিছু দেখতে পাবেন। নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘নতুন কী নামে শোভাযাত্রা হবে, সেটি আগামীকাল ঢাবিতে আয়োজিত একটি সভায় নির্ধারণ করা হবে।’ তবে সবাই সম্মত না হলে পরিবর্তন না-ও হতে পারে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

আরএ

Share this news on:

সর্বশেষ

হান্নান মাসউদের ওপর হামলায় বিএনপির উদ্দেশে যা বললেন সারজিস Mar 25, 2025
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ের ব্যাপারে ব্রিটিশ এমপিদের কাছে সন্দেহজনক ইমেইল Mar 25, 2025
ট্রাম্প প্রতিনিধিদের গ্রিনল্যান্ড সফর নিয়ে নতুন উত্তেজনা! Mar 25, 2025
ঝুঁ'কি'পূর্ণ অবস্থাতেই ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন তামিম Mar 25, 2025
হাসপাতাল থেকে নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম Mar 25, 2025
তামিমের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে যা জানালেন চিকিৎসক Mar 25, 2025
৫ ঘণ্টায় রেকর্ড ভিউ ‘সিকান্দার’ ট্রেলারের, তালিকায় কারা? Mar 25, 2025
বিজয়-রাশমিকার বিয়ের পরিকল্পনা ফাঁ''স করলেন সালমান খান Mar 25, 2025
img
মাঠজুড়ে খেললেন হামজা, ভারত থেকে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ Mar 25, 2025
img
ইফতারের পরপরই চা পান, খারাপ নাকি ভালো? Mar 25, 2025