বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, পালাতে গিয়ে ছেলের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় গাছকাটার বিরোধ নিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে রুবেল মোল্লা। হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেল নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) ওই এলাকার হামিজ্জদ্দিন মোল্লার ছেলে। আর তার ছেলে রুবেল মোল্লার বয়স ছিল ৩৩ বছর।

স্থানীয়রা জানান, মকবুল হোসেন মোল্লা দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন এবং তার দ্বিতীয় সংসার নিয়ে প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, বিশেষ করে বড় ছেলে রুবেল মোল্লার সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো।

গতকাল রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় একটি আম গাছ কাটা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারাল অস্ত্র দিয়ে মকবুল হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবাকে হত্যার পর রুবেল পালানোর চেষ্টা করেন। তবে দৌড়ানোর সময় হঠাৎ বাড়ির পাশের মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোক্তারের চর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য নিউ মাইকেল জানান, নিহত মকবুল মোল্লা তার নতুন বাড়িতে কিছু গাছ লাগিয়েছিলেন। সেখান থেকে একটি চারা আম গাছ রুবেল কেটে ফেলেছিল, যা বাবার সঙ্গে তার বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের কারণে ছেলে তার বাবাকে হত্যা করেছে। এরপর ছেলের মরদেহও বাড়ির পাশের মাঠে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
আগামী বাজেটে থাকবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের উদ্যোগ : অর্থ উপদেষ্টা Mar 25, 2025
img
গাড়িবহরের টাকার উৎস জানালেন সারজিস আলম Mar 25, 2025
হান্নান মাসউদের ওপর হামলায় বিএনপির উদ্দেশে যা বললেন সারজিস Mar 25, 2025
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ের ব্যাপারে ব্রিটিশ এমপিদের কাছে সন্দেহজনক ইমেইল Mar 25, 2025
ট্রাম্প প্রতিনিধিদের গ্রিনল্যান্ড সফর নিয়ে নতুন উত্তেজনা! Mar 25, 2025
ঝুঁ'কি'পূর্ণ অবস্থাতেই ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন তামিম Mar 25, 2025
হাসপাতাল থেকে নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন তামিম Mar 25, 2025
তামিমের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে যা জানালেন চিকিৎসক Mar 25, 2025
৫ ঘণ্টায় রেকর্ড ভিউ ‘সিকান্দার’ ট্রেলারের, তালিকায় কারা? Mar 25, 2025
বিজয়-রাশমিকার বিয়ের পরিকল্পনা ফাঁ''স করলেন সালমান খান Mar 25, 2025