কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামে বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই-বোন।

শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির বলেন, দুপুরে আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।

রিয়া মণির ফুপা ইছামুদ্দিন বলেন, দুপুরের পর থেকে দুইজনকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখা যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেওয়া হয়েছে।

আরএইচ/এসএন

Share this news on: