সাক্ষ্যগ্রহণেই ঝুলছে টিপু-প্রীতি হত্যা মামলার বিচার

সাবেক সরকারের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২২ সালের ২৪ মার্চ রাজধানীর শাহজাহানপুরে জনসমক্ষে গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়। হামলার সময় তার গাড়ির পাশে রিকশায় বসে থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচারকাজ। এখনও সাক্ষ্যগ্রহণেই আটকে আছে বিচার প্রক্রিয়া। তবে কবে নাগাদ শেষে হবে তাও বলতে পারছে না রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীসহ বিচার সংশ্লিষ্টরা। এদিকে ৫ আগস্টের পর থেকে মামলার বাদী নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত সাবেক কাউন্সিলর ফারহানা ইসলাম ডলিও দিয়েছেন গা ঢাকা।

এ বিষয়ে মামলার বাদী ফারহানা ইসলাম ডলির আইনজীবী গাজী জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে সরকারে পট পরিবর্তনের পর নিরাপত্তার ভয়ে প্রকাশ্যে আসতে পারছে না মালার বাদী ডলি। যে কারণে আদালতে এসে সাক্ষ্য দিতে পারছেন না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে আদালতে আসবেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে আসামিরা জামিনে বেরিয়ে যাচ্ছেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।

এদিকে আলোচিত এ মামলার বাদী নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলির মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়িটির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বিচারাধীন। এ মামলায় সর্বশেষ চলতি বছরের ১৩ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওইদিন সাক্ষ্য দিতে কেউ আদালতে হাজির হননি। এজন্য রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।

এ মামলায় ২০২৩ সালের ৫ জুন শাহজানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। প্রতিবেদনে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। তবে এক্সেল সোহেল নামে এক আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়। এক্ষেত্রে বিচারের জন্য ৩৩ জনকে অভিযুক্ত করা হয়। পরবর্তী সময়ে ২০ জুন এ মামলায় বিদেশে পলাতক দুই সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিকসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, বিদেশে পলাতক আন্ডার ওয়ার্ল্ডের দুই সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিক, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য কাইল্যা পলাশ, একই ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল, সুমন শিকদার মুসা, মুসার ভাগনে সৈকত, মুসার ভাতিজা শিকদার আকাশ, ইমরান হোসেন জিতু, মোল্লা শামীম, রাকিব, বিডি বাবু, ওমর ফারুক, নাসির, রিফাত, ইশতিয়াক হোসেন জিতু, মাহবুবুর রহমান টিটু, হাফিজ, মাসুম ও রানা মোল্লা।

এদের মধ্যে মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের মধ্যে বিভিন্ন সময়ে ২৬ জন গ্রেপ্তার হন। আসামিদের মধ্যে দুজন জামিনে আছেন, অন্যরা কারাগারে। সাক্ষ্যগ্রহণের সময় জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির ছিলেন। এছাড়া সাত আসামি পলাতক রয়েছেন।

এদিকে মামলার আসামি মোরশেদ আলম পলাশ ও মারুফ রেজা সাগরের আইনজীবী সিরাজুল হক ফয়সাল বলেন, মামলাটি চার্জ গঠনের পর বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও বাদী হাজির না হওয়ায় আসামিপক্ষের জেরা শেষ করা যাচ্ছে না। ন্যায় বিচারের স্বার্থে দ্রুত মামলাটি নিষ্পত্তির দাবি জানান আসামিপক্ষের এ আইনজীবী।

আরেক আসামি সোহেলের আইনজীবী মো. শামসুজ্জামান সুরুজ বলেন, আসামির জবানবন্দির ভিত্তিতে আমার মক্কেলকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। তিনি জামিনে রয়েছেন। সাক্ষ্যপ্রমাণে তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা করব।

এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরা সমাজের সব জায়গায় আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আন্ডারওয়ার্ল্ডের হাতে খুন হন তাদেরই দলীয় নেতা জাহিদুল ইসলাম টিপু। হত্যাকাণ্ডের ওই সময় রিকশায় বসে থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। বাদী সাক্ষ্য দিতে না আসলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আমরা দ্রুত এ মামলার বিচার শেষ করতে চাই।

এসএন  

Share this news on:

সর্বশেষ

img
ভালুকের আক্রমণে প্রাণ গেল মোটরসাইকেল চালকের Jul 04, 2025
img
বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক জবি ছাত্রলীগ নেতা Jul 04, 2025
img
রাজনীতিতে যোগ দিয়ে ‘সাকিব ও মাশরাফির মতো আমারও ভুল হয়েছে’ Jul 04, 2025
img
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়ার আহ্বান ক্লাসেনের Jul 03, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার Jul 03, 2025
img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025
শিশুর নাম রাখার ক্ষেত্রে যা করা যাবে না Jul 03, 2025
img
প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হবে : শিক্ষা উপদেষ্টা Jul 03, 2025