এবার জুটি বেঁধে একমঞ্চে বুবলী-তৌসিফ

একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, আরেকজন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী। তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার একটি গানে নৃত্য পরিবেশন করেছেন শবনম বুবলী। গতকাল জানা গেল, ঈদের ‘ইত্যাদি’র একটি পর্বে নেচেছেন তাঁরা। তাঁদের সঙ্গে রয়েছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।

এ গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল ও নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন। মুল আকর্ষন তৌসিফ ও বুবলী।

গানটি সম্পর্কে ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আরএইচ/এসএন

Share this news on: