কেন গোল পিৎজা রাখা হয় চারকোনা বাক্সে?

বেশ কয়েক বছর ধরে পিৎজা আমাদের দেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে নানা ধরনের পিৎজা পাওয়া যায়, তবে একটি বিষয় কি কখনো ভেবে দেখেছেন গোল পিৎজা কেন চারকোনা বাক্সে রাখা হয়?

এর মূল কারণ হলো, চারকোনা বাক্স তৈরি করা সহজ ও খরচ সাশ্রয়ী। গোলাকার বাক্স তৈরি করতে পিচবোর্ড কেটে গোল আকৃতি দেওয়া তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল ও জটিল। এছাড়া, চারকোনা বাক্স সহজে ভাঁজ করে সংরক্ষণ করা যায় এবং পরিবহনের জন্যও সুবিধাজনক।এর বদলে বর্গাকার বা চারকোনা আকারের বাক্স তৈরি করা অনেক কম খরচে হয়। সময়ও কম লাগে।

আরেকটি কারণ হলো, গোলাকার বাক্স হোম ডেলিভারির জন্য সমস্যা তৈরি করতে পারে। পিৎজা ডেলিভারি করতে যেসব বাক্স বা ব্যাগ ব্যবহার
করা হয়, তার মধ্যে চারকোনা বাক্স রাখা সুবিধাজনক।

অন্যদিকে দোকানে পিৎজার বাক্স সঠিকভাবে রাখতে চারকোনা বাক্স সুবিধাজনক। কারণ এটিকে সহজে রাখা যায় এবং জায়গা সাশ্রয় করে।

এফপি/টিএ  


Share this news on: