আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়েন পারশা।

সম্প্রতি ‘ঘুমপরী’ নামক ওয়েব ফিল্মে তানজিন তিশা ও প্রীতমের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বর্তমানে শোবিজ অঙ্গনে বেশ পরিচিত নাম পারশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পারশা। সাক্ষাৎকারের একটি অংশে তাকে বলা হয়, গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি যা যা অনুসন্ধান করা হয় তার মধ্যে অন্যতম তার নামের অর্থ।

পারশা নামের অর্থ কী? এই প্রশ্নের জবাবে পারসা জানান, তার পুরো নাম পারশা মেহজাবিন পূর্ণি। পারশা নামের অর্থ হলো পবিত্র বা বিশুদ্ধ, আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল।

পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় (বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস) পড়ছি। বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি।
পাশাপাশি সংগীতচর্চা করি এবং সম্প্রতি চলচ্চিত্রেও কাজ করেছি।’

সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমানে তিনি সিঙ্গেল। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ‘পারশা মেহজাবিনের সুগার ড্যাডি’ সংক্রান্ত। এ প্রসঙ্গে পারশা রসিকতা করে বলেন, ‘আমি আসলে সুগার মাম্মি হওয়ার যোগ্য। সুগার ড্যাডি দরকার নেই, আমি নিজেরটা নিজেই করি।

পারশার গ্রামের বাড়ি দিনাজপুরে হলেও জন্ম ও বেড়ে ওঠা বাবার চাকরিসূত্রে বগুড়ায়। ২০১৭ সালে তিনি চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তার নিজের গাওয়া গানগুলোর মধ্যে ‘যদি তুমি আমার হতে’ ও ‘মানুষ পাখি’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হতে চান পারসা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে Mar 29, 2025
img
মায়ানমারে রাস্তা ফুঁড়ে জলের মতো বেরোচ্ছে তরল মাটি Mar 29, 2025
img
ছেলেরা আমাদের অনেক কিছুই ব্যবহার করে, সেজন্য লুঙ্গি ট্রাই করলাম Mar 29, 2025
জেলা প্রশাসক বাংলোয় মিলল মাটিতে পুঁ'তে রাখা ব্যালট Mar 29, 2025
‘ইয়েল বিশ্ব ফেলো’ পেলেন ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান Mar 29, 2025
চীনকে অনুসরন করেই দারিদ্র্য বিমোচন করতে চায় বাংলাদেশ Mar 29, 2025
img
বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা : প্রধান উপদেষ্টা Mar 29, 2025
শ্রেয়সের বিরুদ্ধে কোটি টাকার প্র'তা'র'ণার অভিযোগ Mar 29, 2025
জীবনের নতুন উপলব্ধি তামিমের Mar 29, 2025
img
জাতীয় ক্রিকেট দলের কোচের তালিকায় হিটলিস্টে আছেন যারা Mar 29, 2025