জুতা কিনতে গিয়ে হেনস্তার শিকার তরুণী, অভিযুক্ত আটক

রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফুটপাতে বসা ভাসমান বিক্রেতার কাছ থেকে জুতা কিনতে গিয়ে এক তরুণী হেনস্তার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. সিফাত (২২)।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তার হাত ধরে টানাটানিও করা হচ্ছিল। কয়েকজন ওই তরুণীকে চোর চোর বলছিলেন।

বুধবার (২৬ মার্চ) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন বলেন, ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৩ মার্চ) বিকালে। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হেনস্তার শিকার তরুণী মামলা করেছেন।

পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই তরুণীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এফপি

Share this news on: