নারায়ণগঞ্জে কারখানায় আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার ম্যানেজার পিন্টু চাকমা বলেন, প্রতিষ্ঠানে প্রচুর মালামাল ছিল। এটি মূলত চিপসের প্যাকেট তৈরির কারখানা। কারখানার চলমান অবস্থায় আগুন লাগলে শ্রমিকরা বের হয়ে যান। আগুনে কারখানার মালামাল ও মেশিনারিজের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, চিপসের প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা ফায়ার স্টেশনের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

Share this news on: