চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বিপুল হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহত বিপুল হোসেন সদর উপজেলার সরোজগঞ্জ ছয়মাইল এলাকার আয়তাল হোসেনের ছেলে। বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, নিহত বিপুল হোসেনসহ আরো দুজন একটি মোটরসাইকেলে চড়ে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিল। তারা পৌর টার্মিনাল এলাকার মুন্না মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় বিপুল। ইজিবাইকে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা অন্য দুজন আহত হয়।
এ দুর্ঘটনায় নিহত বিপুল হোসেনের ভাই বিপ্লব (২২) এবং বিপ্লবের বন্ধু ওয়াসিম (২২) গুরুতর আহত হয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
এফপি