ভবনের সামনে ট্রাক দাঁড় করিয়ে দখল, গ্রেফতার ৪১

লক্ষ্মীপুরে বেআইনিভাবে তিনতলা বাণিজ্যিক ভবনসহ চার কোটি টাকার সম্পত্তি দখলের ঘটনার মূলহোতা আনোয়ার হোসেনসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে ভোরে তাদেরকে লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর এলাকার দখল করা ওই ভবনের ভেতর থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

বুধবার বহিরাগত লোকজন নিয়ে শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় ‘সেন্ট মার্টিন কমিউনিটি সেন্টার’ নামক ভবনটিতে আনোয়ার হোসেন তার প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এ সময় ভবনের সামনে ১০টি ট্রাক ও ডাম্প ট্রাক রেখে সামনের অংশ দখল করে রাখেন। পরে রাতেই ভবন ও জমির মালিক মাঈন উদ্দিন বাদী হয়ে সদর মডেল থানায় আনোয়ারসহ চাড় জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৯ জনকে আসামি করে মামলা করেন। উল্লেখিত অন্য আসামিরা হলেন- লক্ষ্মীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসাইন, রিয়াজ ও ইউসুফ।

গ্রেফতার আনোয়ার রায়পুর উপজেলা বামনী গ্রামের বাসিন্দা ও আনোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী।

গ্রেফতার অন্যদের মধ্যে তামিম হোসেন, লিটন হোসেন, ফরহাদ হোসেন, মামুন, বেল্লাল হোসেন, মানিক হোসেন, আব্দুল আজিজ রাব্বিসহ ৪০ জন রয়েছেন।

জানা গেছে, জমির মালিক মাঈন উদ্দিন একটি বেসরকারি ব্যাংক থেকে ওই জমির কাগজপত্র জমা দিয়ে ৯ কোটি টাকা ঋণ নেন। ধারদেনায় পড়ে তিনি জমিটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্য নির্ধারণ করে। এতে ২৮ লাখ টাকা দিয়ে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি করা হয়। ব্যাংকের জটিলতা শেষ করে আনোয়ারকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকের সমস্যা সমাধান হয়নি।

এর মধ্যেই জমিটি দখলে নিতে আনোয়ার অবৈধভাবে পাঁয়তারা করে আসছিলেন। জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না হলেও তা রেজিস্ট্রি ছিল না। বায়নার সময় ২৮ লাখ টাকা দেওয়া হয়েছে। পরে মাঈন উদ্দিন লভ্যাংশ হিসাবে টাকা ফেরত দিতে চাইলে আনোয়ার নেননি।

জমির মালিক মাঈন উদ্দিন বলেন, অবৈধভাবে ভাড়াটে ক্যাডারদের এনে আনোয়ার আমার সম্পত্তি দখল করেছেন। আমার ভবনে সেন্ট মার্টিন রেস্টুরেন্টের সাইনবোর্ড ছিল, তিনি তা সরিয়ে নিজের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।

দখলের পর আনোয়ার হোসেন বলেন, ৯ মাস আগে ২৮ লাখ টাকা দিয়ে জমি কেনার জন্য মাঈন উদ্দিনের সঙ্গে নন জুডিশিয়াল স্ট্যাম্পে বায়না করেছি। চুক্তি অনুযায়ী তিনি আমাকে ভবনসহ জমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। প্রায় ৪ কোটি টাকা আমার ব্যাংকে পড়ে আছে। তা আমি উত্তোলন করতে পারছি না। চুক্তির ভিত্তিতেই আমি ভবনসহ জমি দখল করেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভবন দখলের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আনোয়ারসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়। জড়িত অন্যদের বিরুদ্ধে অভিযান চলছে।

এফপি/ এস এন 


Share this news on:

সর্বশেষ

img
নিষেধাজ্ঞা শেষে সকাল থেকে ঢাবি ক্যাম্পাসে স্বাভাবিক প্রবেশ Sep 10, 2025
img

জাকসু নির্বাচন

রাতভর অবরুদ্ধ উপাচার্য ও নির্বাচন কমিশন Sep 10, 2025
img
‘তনু ওয়েডস মানু ৩’ এর পথে আইনি বাধা Sep 10, 2025
img
সঞ্জয়ের নামে ১৫৯ কোটি টাকার সম্পত্তি লিখে গেলেন ভক্ত Sep 10, 2025
img
ডাকসুতে জিতলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসীমউদ্দিন Sep 10, 2025
img
ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন! Sep 10, 2025
img
ওয়াশিংটন স্পাই মিউজিয়ামে জায়গা পেল ‘এক থা টাইগার’ Sep 10, 2025
img
যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম Sep 10, 2025
img
১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল আলোচিত গান ‘পানওয়াড়ি’ Sep 10, 2025
img
মিছিল নয়, সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো : শিবির সভাপতি Sep 10, 2025
img
ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে আজও মহাসড়ক অবরোধ Sep 10, 2025
শিশুর প্রতি বাবা মায়ের ৫টি দায়িত্ব | ইসলামিক জ্ঞান Sep 10, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাসে উন্নতি! Sep 10, 2025
img
এনসিএলের শুরু থেকেই থাকছেন না তোফায়েল Sep 10, 2025
img
আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী আভেরী! Sep 10, 2025
img

সিনেট ভবনে আবেগঘন মুহূর্ত

ফল ঘোষণা হতেই সাদিক কায়েমকে জড়িয়ে ধরলেন শিবির সভাপতি Sep 10, 2025
img
এসএ২০ লিগে প্রথমবারের মতো ডাক পেলেন তাইজুল ইসলাম Sep 10, 2025
img
বিজয় মিছিল না করার আহ্বান শিবির সভাপতির Sep 10, 2025
img
আজ থেকে সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা Sep 10, 2025
img
সহধর্মিণীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল Sep 10, 2025