সিলেটে ছেলের দায়ের কোপে বাবার মাথা বিচ্ছিন্ন

সিলেটের গোলাপগঞ্জে ছেলের দায়ের কোপে বাবা নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. দুলু মিয়া। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে সুলতান আহমদকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ সাত মাস আগে প্রবাস থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন। বাড়িতে ফেরার পর থেকে তার পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। এ ঘটনার জেরে সন্ধ্যার দিকে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান আহমদ। দায়ের কোপে দুলু মিয়ার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। সে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত। লাশের ময়নাতদন্ত হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএ/টিএ

Share this news on: