ঈদযাত্রায় চাঁদপুরের নৌ-পথে ডাকাতের আতঙ্ক

ঈদযাত্রাকে সামনে রেখে চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালীপুর-চর কালীপুর ট্রলারঘাটে ভর করেছে ডাকাত আতঙ্ক। এই বছর পবিত্র ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বল্প সময়ের ব্যবধানে। মূলত দুই উৎসব একই সময়ে অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করেই স্থানীয়দের মাঝে এ আতঙ্ক দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলার আসরকে কেন্দ্র করে বেড়ে যায় ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা। দুই উৎসবের কারণে দৈনিক ১০ থেকে ১২ হাজার যাত্রীর পারাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সভা করেছেন। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর- মতলব দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ স্বল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্য নৌপথে ট্রলার যোগে ধনাগোদা নদী পাড় হয়ে কালীপুর-কালীপুরা যায়। প্রতিদিন এই রুটে শতাধিক যাত্রীবাহী ট্রলারের মাধ্যমে কয়েক হাজার যাত্রী পারাপার হয়। সারা বছরের বৃহস্পতি, শুক্র, শনি দিনে রাতে ৩ থেকে ৪ হাজার লোক এই পথে পারাপার হয়ে থাকে। ঈদে এ সংখ্যা দাঁড়ায় ৭ থেকে ৮ হাজারের মতো। আর মতলবের ওই সীমানাতেই এবার ঈদের সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে বদরপুর লেংটার মেলা। তাই সপ্তাহজুড়ে দৈনিক ১০ থেকে ১২ হাজার যাত্রীর পারাপার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই এই সময়ে নৌ-পথে ডাকাতির আশঙ্কা করছেন স্থানীয়রা। ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইকবাল হোসাইন নামে মতলব উত্তর উপজেলার একলাশপুর এলাকার এক যাত্রী বলেন, আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে নিয়মিত আসা-যাওয়া করি। গত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদের ট্রলার যখন মাঝ নদীতে তখন টলারটিকে কেন্দ্র করে দুইদিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমিসহ ট্রলারে থাকা ১১ যাত্রী ছিলাম। লেজার মারার পর সবাই আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি।
নাম প্রকাশে না করা শর্তে ট্রলারের কয়েকজন চালক জানায়, সচরাচর ডাকাতরা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই অস্ত্র ঠেকিয়ে ভয় ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়। কেউ মালামাল দিতে না চাইলে মারধর করে।

আলী হোসেন নামের এক যাত্রী বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না। মতলব উত্তর উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব আলম লাভলু জানান, কয়েক বছর আগে এ পথে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় আমার কাছে যা ছিল ডাকাতরা লুটে নেয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের পাঁচদিন আগে এবং পরে প্রত্যেকটি পয়েন্টে নিরাপত্তা জোরদার বৃদ্ধি করা হবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসঙ্গে হওয়ার কারণে ধনাগোদা নদীতে টহল জোরদারের জন্য সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরএ/টিএ

Share this news on: