সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে  এক মুদি দোকানির বিরুদ্ধে সাড়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় ওই শিশু একা দোকানে চিপস কিনতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ স্বজনদের।

এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে সাড়ে পাঁচ বছর বয়সী একটি মেয়ে একা একা লোহাজুরী ইউনিয়নের জিরারপাড় এলাকায় একটি দোকানে চিপস কিনতে যায়। দোকানটি তখন বন্ধ থাকলেও দরজাটা একটু খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভিতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভিতর থেকে শিশুসহ দোকানদারকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা দোকানি হাবিবুর রহমানকে বেঁধে রেখে মারধর করে দুপুর একটার দিকে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরএ/টিএ

Share this news on: