শিশুকে নিপীড়নের চেষ্টা, যুবককে গণধোলাই

কিশোরগঞ্জের কটিয়াদীতে নার্সারি শ্রেণিতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৩০) নামে এক মুদি দোকানীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিরারপাড় এলাকায় ঘটনাটি ঘটে। হাবিবুর রহমান ওই গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শিশুটি চকোলেট খেতে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির পাশের স্কুল লাগোয়া হাবিবের মুদি দোকানে যায়।

শিশুটিকে একা পেয়ে হাবিব কৌশলে দোকানের ভিতর নিয়ে শার্টার বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির বাড়ি ফিরতে দেরি দেখে তার নানু দোকানের কাছে গিয়ে দেখেন দোকানের শার্টার নামানো।
আরো পড়ুন
 
তিনি জানান, এক পর্যায়ে দোকানের ভিতরে ধস্তাধস্তির শব্দ শুনতে পান। পরে তিনি দোকানের পিছনের দরজায় উঁকি দিয়ে তাঁর নাতনিকে নির্যাতন করতে দেখে তিনি চিৎকার দিয়ে ওঠেন।

তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে হাবিবকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত হাবিবুর রহমানকে আটক করে নিয়ে যায়।

এদিকে, গণপিটুনির শিকার হাবিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির পিতা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় শুক্রবার বিকালেই একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত হাবিবুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


এমআর/টিএ


Share this news on: