রাতে তারাবি পড়তে গিয়ে নিহত হলেন বৃদ্ধ

ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ মরদেহ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ। নিহত বৃদ্ধ মোতাহার ওই ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নুরু বক্সের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধের মেয়ে তানিয়া আক্তার শারমিন বলেন, আমার বাবা শুক্রবার রাত ৮টার দিকে কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে আর বাড়ি ফিরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ খবর নেই। কোথায় সন্ধান মেলেনি। শনিবার সকালে মসজিদের মুসল্লিরা মসজিদের দ্বিতীয় তলা খালি জায়গায় পিলারের সঙ্গে আমার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়।

নিহত বৃদ্ধ দীর্ঘ দিন ধরে প্যারালাইসিস রোগে ছিলেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। এ অবস্থায় কিভাবে তিনি মসজিদের ছাদে উঠেছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাইনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এফপি/এস এন


Share this news on: