আসন্ন ঈদকে সামনে রেখে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে এবার যানজটমুক্ত পরিবেশে চলছে ঈদ যাত্রা। গতকাল শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য এসব যানবাহন বন্ধ রাখায় মহাসড়কে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, দাউদকান্দির তিনটি প্রধান স্পট—মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে কোনো যানজট নেই। সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা যান চলাচল নিয়ন্ত্রণ করছেন।
অবৈধ স্থাপনা সরানো এবং ফুট ওভারব্রিজ ব্যবহারের কারণে সড়কে গতিবিধিও স্বাভাবিক রয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৬ স্বেচ্ছাসেবী মূল স্পটগুলোতে তদারকি করছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেছেন, যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য আমরা প্রস্তুত।
গত বছরের তুলনায় এবার ঈদ যাত্রা সহজ হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় যাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর নেতা আলমগীর হোসেন।
হাইওয়ে পুলিশের ওসি নুরুল আফসার জানান, ট্রাক বন্ধ থাকায় যানজট কমেছে, তবে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরএ\এসএন