চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসি দিঘীর পাড় এলাকায় অজ্ঞাত নারী হত্যার ঘটনায় তার সঙ্গী ইব্রাহিম হাওলাদার (২৪) কে শুক্রবার রাতে ঢাকার পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে ডিবি।
শনিবার (২৯ মার্চ) সকালে সিএমপি কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান এ তথ্য জানান।
তিনি বলেন, নিহত নারীর নাম টুম্পা আক্তার (২২), তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি নগরীর সিইপিজেডের প্যাসিফিক জিনস কারখানায় কাজ করতেন। তার স্বামী ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর চার বছর বয়সী ছেলেকে নিয়ে ওই বাসায় থাকতেন। সেখানে ইব্রাহিম হাওলাদার স্বামী পরিচয়ে বসবাস করতেন, তবে তারা আসলে বিবাহিত ছিলেন না।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঝগড়ার একপর্যায়ে রাতের কোনো এক সময় টুম্পাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ইব্রাহিম। এরপর তার চার বছর বয়সী ছেলেকে বাসার বাইরে ফেলে রেখে পালিয়ে যান।
তদন্তে পুলিশ বাসার পাশের এক দোকানের ক্যাশ-মেমোতে পাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে ইব্রাহিমের অবস্থান শনাক্ত করে। হত্যার পর তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে বাগেরহাট পালানোর চেষ্টা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বাগেরহাটগামী রয়েল পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিয়েবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর নানা বিষয় নিয়ে টুম্পার সঙ্গে তার মতবিরোধ চলছিল। শেষ পর্যন্ত সেই দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়।
এফপি/এস এন