ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে রেললাইনের ওপর বিকল হওয়া ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালক ভোলা মিয়া (৩৫) চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গেছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেলস্টেশনের অদূরে সোয়াদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টর দিয়ে চালানো ট্রলি মাটি বহন করছিল। ট্রলিটি রেললাইন ক্রস করার সময় বিকল হয়ে পড়ে।

এসময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রাক্টর চালক নিহত হন।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বাসসকে বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। লাশ উদ্ধার ও দুর্ঘটনার শিকার
ট্রাক্টরটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পারিবারিক পরিচয় জানা যায়নি।

এসএম/এসএন

Share this news on: