ঈদযাত্রার ষষ্ঠ দিনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীরগতির দেখা যায়। এতে ভোগান্তিতে পড়ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বারইপাড়া থেকে কবিরপুর, বাইপাইল ও নবীনগর এলাকায় গাড়ির ধীরগতি রয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাত ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে গাড়ির কিছুটা ধীরগতি রয়েছে। এ ছাড়া আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে কবিরপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে গাড়ির জটলা রয়েছে।
শ্যামলী বাসের যাত্রী রবিন বলেন, গাবতলী থেকে সাভার পর্যন্ত সড়কে তেমন যানজট ছিল না। নবীনগর থেকে যানজটের শুরু হয়েছে।
মৌমিতা পরিবহনের চালক রুবেল বলেন, গাবতলী থেকে ৬টার দিকে বাস ছেড়েছি। এখন রাত সাড়ে ৮টার দিকে বলিভদ্র এলাকায় এসে পৌঁছতে পেরেছি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম গণমাধ্যমকে বলেন, সাভারে সড়ক স্বাভাবিক রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমআর