লালমনিরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদকে লাঞ্চিত করা হয়।
এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, সংবাদ সম্মেলনের ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করার জন্য বলা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাও আমার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু মহান স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা এবং ’২৪ এর মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা ও ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিতে পারি না। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সংবাদ সম্মেলনের জন্য যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার চেষ্টা করলে সেখানে পূর্ব থেকে ছাত্রদল ও বিএনপির কিছু মানুষ অবস্থান করে। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নিই এবং সেখানে হামলা চালায় ছাত্রদল এবং বিএনপি।
তিনি আরো বলেন, আমরা সব সময় বলেছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম নয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে অজস্র বীর সেনানী ও বীরাঙ্গনারা আত্মবিসর্জন দিয়ে এ দেশকে মুক্ত করেছে।
লালমনিরহাটের স্মৃতিসৌধের পাশে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী, ভাষা আন্দোলনের শহিদ, মুক্তিযুদ্ধকালীন সরকারের শপথ গ্রহণের দিন, বিজয় অর্জিত পতাকা বাহিরে মুক্তিযোদ্ধাদের ঐতিহ্য ও প্রতীক হিসেবে ধরে রাখার জন্য মুরাল তৈরি করা হয়েছিল। মহান স্বাধীনতা দিবসে সেই সব ইতিহাসকে ঢেকে দিয়ে ’২৪ এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধকে।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রলীগ নেতা ও জাতীয় পার্টির লোকজনকে নিয়ে এসে পুনর্বাসিত করার চেষ্টা করায় তাতে আমরা বাধা দিয়েছি।
এমআর