মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ৬ জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। শনিবার (২৯ মার্চ) দুপুরে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ এলাকা দিয়ে মিয়ানমার থেকে দেশে ফিরেন তারা।ফিরে আসা জেলেরা হলেন—মোহাম্মদ সোহেল, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জসিম, মো. হোসেন আলী ও মোহাম্মদ শফিক। তারা সবাই টেকনাফ সদরের বাসিন্দা।
গত পহেলা মার্চ নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা টেকনাফের স্থানীয় এই ৬ জেলেকে দুই নৌকাসহ অপহরণ করে।
বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফারুক হোসেন খান জানান, বিজিবি সদস্যরা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে আটক ৬ জেলেকে টেকনাফ ফিরিয়ে আনেন। আসেন তারা।
এমআর