মাদারীপুর কালকিনির খালে জেলেদের ফাঁদে আটকা পড়া একটি কুমিরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে । শনিবার (২৯ মার্চ) সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি কালকিনির আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্থানে কুমির দেখা যাচ্ছে। এ নিয়ে উপজেলা প্রশাসনও মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করেছে।
এরপর সতর্ক অবস্থানে থাকেন বাসিন্দারা।
তারা আরো জানায়, শনিবার দুপুরে কালকিনির নতুন আন্ডারচরের আড়িয়াল খাঁ নদের সংযোগ খালে কুমির দেখতে পান স্থানীয়রা। পরে বিভিন্ন কৌশল খাটিয়ে সেটিকে আটকে ফেলেন তারা। পরে ১১৯ নম্বর উত্তর আন্ডারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিরটি নিয়ে আসা হয়।একপর্যায়ে কুমিরটিকে পিটিয়ে হত্যা করেন উৎসুক জনতা।
মাদারীপুরের বন বিভাগের ইদ্রিস হাওলাদার বলেন, ‘আজ কুমার আড়িয়াল খাঁ নদী থেকে কুমিরটি খালে ঢুকে পরলে এলাকার লোকজন কুমিরটিকে ধরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। এখন আমরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি।’
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, বন বিভাগের লোকজন ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়।
উৎসুক জনতা কুমিরকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু বন্যপ্রাণী হত্যা করা আইনগত দণ্ডনীয়। কুমিররের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এমআর