বরিশালে ৫ হাজার পরিবারে আজ ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের প্রায় ৫ হাজার পরিবারে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা এই রীতিতে ঈদ উদযাপন করে থাকেন।

রোববার (৩০ মার্চ) সকাল ৯টায় বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজীবাড়ি জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া কেন্দ্রিয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এলাকায় ওই দরবার অনুসারীরা আগাম ঈদ উদযাপন করেছে।

এ ছাড়া জেলার বাবুগঞ্জ উপজেলার ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট, চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামে আড়াই হাজার পরিবারে ঈদ উদযাপিত হচ্ছে।

ঈদ উদযাপনকারী রুহুল আমিন নামে একজন বলেন, আজকে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়েছে। ফিলিস্তিনে নির্যাতনের শিকার মুসলমানদের মুক্তি চেয়ে দোয়া হয়েছে।

তাজকাঠি জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা গোলাম রাব্বানী বলেন, বরিশাল শহর ও জেলা মিলিয়ে চন্দনাইশের জাহাগিরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী প্রায় ৫ হাজার পরিবারে আজকে ঈদ উদযাপিত হচ্ছে। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে রমজান, ঈদ পালন করে থাকি আমরা। আমরা মনে করি, এক আল্লাহর পৃথিবীতে একই নিয়মে সবকিছু চলবে।

এসএন 

Share this news on: