মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ৩০ মার্চ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর 01TC-130 J বিমান এবং আর্মি এভিয়েশনের 01T-Casa C-295 W বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াংগুন এর উদ্দেশ্যে রওনা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এই পদক্ষেপ নেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ঔষধ, তাবু, শুকনা খাবার। এরপর মায়ানমার সরকারের প্রয়োজন অনুযায়ী উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পাঠানো হবে।
এর আগে গত ২৮ মার্চ স্থানীয় সময় ১২ টা ৫০ মিনিটে মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে মায়ানমারে দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ। দেশটিতে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে।
এই ভূমিকম্পের কারণে খাদ্য ও পানি, বাসস্থান সংকট এবং জরুরী চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে মায়ানমারে। ফলে প্রতিবেশী দেশের মানবিক বিপর্যয়ে ত্রাণ ও সাহায্য পাঠানোর পদক্ষেপ নেয় বাংলাদেশের অন্তবর্তী সরকার।
উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠানো হবে। চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১০ সদস্যের একটি মেডিকেল টিম এবং বেসামরিক ডাক্তারদের সমন্বয়ে ১০ সদস্যের একটি মেডিকেল টিম, সর্বমোট ০২ টি মেডিকেল টিম পাঠানো হবে। এছাড়া, ০৩ জন মিডিয়া কর্মীও ওই টিমের সাথে যাবেন বলে জানা গেছে।
এসএন