মেহেদির রং গাঢ় করতে কী মেশাবেন?

ঈদের আনন্দ মেহেদি ছাড়া যেন পরিপূর্ণ হয়ই না। হাতের রঙিন কারুকাজ ঈদে এনে দেয় বাড়তি আনন্দের আমেজ। তাই মেহেদির রঙিন এ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে জেনে নিন এর রং টুকটুকে লাল করার সহজ টিপস।

বাজারে পাওয়া টিউব মেহেদির পরিবর্তে বাড়িতে মেহেদি বেটে নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকে বাড়ির তৈরি মেহেদি হাতে লাগাতে চান না। কারণ এ মেহেদি থেকে ঠিকঠাক রং পাওয়া যায় না, যা টিউবের মেহেদি থেকে সম্ভব।

তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, বাজারের টিউব মেহেদি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এতে কেমিক্যাল ব্যবহার করা হয়। চিকিৎসকরা বলছেন, যেসব মেহেদি কালো রঙের হয়ে থাকে তা সবুজ মেহেদি থেকে বেশি ক্ষতিকর। তাই ত্বকের সুরক্ষায় মেহেদি বাড়িতেই তৈরি করা নিরাপদ।
বাড়িতে মেহেদি তৈরি করতে প্রথমে তা শিলপাটায় বেটে নিন। এরপর মেহেদির পেস্টে মিশিয়ে নিন পান খাওয়ার খর। চায়ের পাতা, লবঙ্গ দিয়ে পেস্ট তৈরি তাতে মেশান। এরপর কফি গুড়াও মিশিয়ে নিন। এই পেস্ট এখন ১৫ মিনিট রেস্টে রেখে দিন। তারপর হাতে লাগাতে শুরু করুন।

তবে মনে রাখবেন, মেহেদি হাতে লাগানোর আগে হাতকে বিশেষভাবে উপযোগী করে নিতে হবে। এর জন্য একটি পাত্রে লেবুর রস ও চিনি মিশিয়ে একটি গাঢ় মিশ্রণ তৈরি করুন। তা দিয়ে হাত ধোয়ার পরই মেহেদি লাগাতে শুরু করুন।

চেষ্টা করুন, মেহেদির ডিজাইন একটু মোটা করে দিতে। হাতে মেহেদি লাগানোর পর অন্তত ৮ ঘণ্টা পানি থেকে দূরে থাকুন। এর জন্য হাতে মেহেদি দেয়ার উপযুক্ত সময় হলো রাত।

হাতে মেহেদি শুকিয়ে গেলে হাত থেকে শুকানো মেহেদি পানি দিয়ে তুলতে যাবেন না। তা এমনিতেই শুকিয়ে হাত থেকে ঝরে যাবে। মেহেদির রং আরও দীর্ঘস্থায়ী করতে হাতে এ পর্যায়ে মেখে নিতে পারেন সরিষা তেল। এতে করে মেহেদির রং আরও গাঢ় হওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে হবে দীর্ঘস্থায়ীও।

আরএ/এসএন


Share this news on:

সর্বশেষ

img
শাওয়ালের ছয় রোজার বিশেষ গুরুত্ব Apr 02, 2025
img
ভারতের সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের প্রভাব বাংলাদেশেও পড়ছে : দেবপ্রিয় Apr 02, 2025
img
ইতালি নাগরিকত্বের পথ কঠোর করছে কেন Apr 02, 2025
img
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে ইউলের ভাগ্য নির্ধারণ শুক্রবার Apr 02, 2025
img
গাজায় জাতিসংঘ চালিত ক্লিনিকে বিমান হামলা, বহু হতাহত Apr 02, 2025
img
কেউ কেউ নব্য ফ্যাসিবাদী হিসেবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে : শিবির সভাপতি Apr 02, 2025
img
কোনো ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবে না : গোলাম পরওয়ার Apr 02, 2025
img
নারী ক্রিকেট কোথায় পিছিয়ে জানালেন বাংলাদেশ অধিনায়ক Apr 02, 2025
img
সাফ অ্যাথলেটিক্স নয়, জ্যোতিদের বিশ্বকাপের সঙ্গী অলিম্পিয়ান জুই Apr 02, 2025
img
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস Apr 02, 2025