ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠের ইমাম নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।গফরগাঁওয়ে ইমাম নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি।
স্থানীয়রা জানায়, মুফতি মোহাম্মদ আলী আওয়ামী ওলামা লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ও তাকে নিয়ে বিতর্ক থাকায় তাকে ওই মাঠের ইমাম হওয়া নিয়ে আপত্তি জানায় একটি পক্ষ। তবে এ নিয়ে তার অনুসারীরাও তাকে ইমাম হিসেবে রাখতে চেষ্টা চালায়। এতে দুই পক্ষ মুখোমুখি হওয়ায় সংঘর্ষের আশঙ্কায় তৈরি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) পাগলা থানা এলাকার ৯ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়া হয়।
এর আগে, দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, ৯ নন্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে (১লা শাওয়াল ১৪৪৬) একাধিক পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এমতাবস্থায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে অর্পিত ক্ষমতাবলে আমি এনএম. আবদুল্লাহ- আল- মামুন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গফরগাঁও, ময়মনসিংহ অত্র এলাকায় ১৪৪ ধারা জারি করলাম।
এতে আরও বলা হয়, ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশী অস্ত্র বহন ও প্রদর্শন আতশবাজি, পটকা, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, জনের বেশি ব্যক্তি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।
এমআর/এসএন