কুড়িগ্রাম নাগেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস যাত্রসহ পুকুরে পড়ে গেছে। এসময় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন মাইক্রোবাসের ১২ যাত্রী।
আজ রোববার (৩০ মার্চ) ভোরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি করে ঈদের ছুটিতে গাজীপুরের শ্রমিকরা বাড়ি ফিরছিল। রোববার ভোরে মাইক্রোবাসটি নাগেশ্বরী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে দ্রুত যাত্রীদের উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ফজরের নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি পুকুরে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। তাৎক্ষণিক সবাই উদ্ধারে নেমে পড়ে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে বাড়ি ফিরে গেছেন।