ফ্যাসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবারে এক ধরনের স্বস্তি যোগ হয়েছে, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। একইসঙ্গে এই ঈদে হানাহানি ভুলে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার (৩০ মার্চ) দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি এমন আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা বলেন, ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ঈদ হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।
উপদেষ্টা আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।
আরএ/এসএন