ঈদের চাঁদ রাতে পটুয়াখালীতে আতশবাজি পোড়াতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০মার্চ) রাত ৯টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে রাফি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল। তারা দুই বোন, এক ভাই।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় চাঁদ দেখার পর আনন্দে মাতোয়ারা হয়ে উঠে কোমলমতি শিশুরা। রাফিও বন্ধুদের নিয়ে বাসার সামনে একটি মাঠে আতশবাজি পোড়াচ্ছিল। একটি আতশবাজি তার গলায় এসে গেঁথে যায়। রক্তাক্ত রাফি দৌড়ে বাসায় এসে মাটিতে লুটিয়ে পড়ে।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটায় ঈদের নামাজের শেষে চরপাড়া ওয়েজিয়া মাদ্রাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় রাফির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ হোসেন জানান, ছাতার কাঠি দিয়ে আতশবাজি ফোটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এসএন