ঈদে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির বিশেষ পদক্ষেপ

এই প্রথম ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে পুলিশের বিশেষ অক্সিলারি ফোর্স। এবারের ঈদের লম্বা ছুটিতে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ রোধ করতে ফোর্সের ৪৩১ জন সদস্য দায়িত্বে থাকবেন।

সহায়ক এই ফোর্সকে গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হয়েছে। তবে তারা কোনও তদন্ত করতে পারবেন না। এবং তাদের কোনও অস্ত্র বহনের অনুমতি নেই। গ্রেফতারের পর দ্রুত পুলিশের কাছে অপরাধীকে হস্তান্তর করবেন। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও এলাকার নিরাপত্তা কর্মীদের মধ্য থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, ‘ধানমন্ডির ডাকাতির ঘটনায় সাহসী ভূমিকা রাখা শ্রমিকদের অক্সিলারি ফোর্সে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়াও রাজধানীর নিরাপত্তায় ইতোমধ্যে ৪২৬ জন অক্সিলারি পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, যারা আবাসিক এলাকা, মার্কেট ও বাণিজ্যিক স্থানে দায়িত্ব পালন করছেন।’

১৯৭৬ সালের ডিএমপি অর্ডিন্যান্সের ১০ ধারা অনুযায়ী, পুলিশের কাজে সহায়তার জন্য পুলিশ কমিশনার অক্সিলারি ফোর্স নিয়োগ দিতে পারেন। এর আওতায় ঢাকার ৪৮ থানায় এই ফোর্সের সদস্যরা কাজ করবেন।

এর আগে রাজধানীর ধানমন্ডিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নির্মাণশ্রমিকদের সহায়তায় চার ডাকাতকে গ্রেফতার করা হয়। সাহসিকতা দেখানো পাঁচ শ্রমিককে পুরস্কৃত করেছে ডিএমপি এবং তাদের অক্সিলারি ফোর্সে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ঈদ উপলক্ষে রাজধানী অনেকাংশে ফাঁকা হয়ে যাবে, ফলে বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের শঙ্কা থাকায় অক্সিলারি ফোর্স সদস্যদের নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়েছে। ঈদের পরেও প্রয়োজন অনুযায়ী তাদের এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডিএমপি কর্তৃপক্ষ জানায়, ‘যে কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পুলিশের হেল্পলাইন ৯৯৯-এ ফোন করুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।’

এফপি/এস এন


Share this news on: