ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে যান বিএনপি নেতারা।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
এসএন