চট্টগ্রামের লোহাগাড়ায় খুঁটির সাথে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত অনিক বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাটের দক্ষিণ পাশে ব্রিজের উপর সকাল ১১টায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ।
সূত্রে জানা গেছে, খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিঁটকে পড়ে গুরুতর আহত হয় অনিক। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করার পর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সীমান্ত জানান, দুর্ঘটনার খবর শুনে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।
আরএ/এসএন