ঈদের রাতে ঢাকার দারুস সালামে ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে এক শিশু ও এক কিশোরী। সোমবার (১ এপ্রিল) রাত ১২টার পর তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
আড়াইহাজারের বালিয়াপাড়ায় ৯ বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
অপরদিকে, দারুস সালামে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী কিশোরী। ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে দারুস সালামের একটি পোশাক কারখানার কর্মী। সোমবার রাতে অভিযুক্ত হাসান বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভনে গাবতলীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনি।
মো. ফারুক বলেন, ‘সোমবার রাত ১২টার পর ওই দুই জনকে ধর্ষণের অভিযোগে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। দুটি ঘটনাই সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।’
এমআর/এসএন