সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর সানাপাড়ায় ধান ক্ষেতে পানি দেওয়া নিয়ে বিরোধের জেরে আনারুল (৫৭) নামে এক ব্যক্তিকে কাচি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক নিশ্চিত করেছেন।
নিহত আনারুল ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে এবং পেশায় একজন চা বিক্রেতা।
গ্রেপ্তারকৃতরা হলেন, বালুইগাছা পালপাড়ার লক্ষণ পাল (৫০) ও তার স্ত্রী নমিতা পাল (৪০)।
স্থানীয়রা জানান, নিহত আনারুলের বাড়ির সামনেই আট কাঠা জমি রয়েছে। তিনি অর্থের বিনিময়ে লক্ষণ পালদের স্যালোমেশিন থেকে জমিতে পানি নিতেন। চলমান খরার মধ্যে জমিতে পানি দেওয়া প্রয়োজন ছিল। এ নিয়ে তিনি লক্ষণ পাল ও তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে লক্ষণ পাল, তার স্ত্রী নমিতা পাল এবং তাদের ছেলে জয় পাল মিলে আনারুলের ওপর হামলা চালান।
এ সময় কাচি দিয়ে তার বাম চোখে আঘাত করা হয় এবং এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুপুরে ৯৯৯ নম্বরে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এমআর/এসএন