তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানে মসজিদের তারাবির নামাজ পড়ানোর জন্য তোলা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইটনা গ্রামের শাহী মসজিদের তারাবির জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। এই অর্থের হিসাব নিয়ে মঙ্গলবার রাতে জীবন মিয়া ও শরীফ মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সেখানেই শেষ না হয়ে বুধবার সকালে শরীফ মিয়াকে দোকানের সামনে পেয়ে জীবন মিয়া পুনরায় বিতর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ১৫ জন আহত হন।
 
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফুর রহমান।
 
শাহী মসজিদ কমিটির সদস্য আব্দুল গফুর জানিয়েছেন, জীবন মিয়া মুসল্লিদের কাছ থেকে তারাবির জন্য টাকা সংগ্রহ করেছিলেন। পরে শরীফ মিয়াসহ কয়েকজন মসজিদ কমিটির কাছে এ টাকার হিসাব জানতে চাইলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মসজিদের অর্থ তোলার বিষয়ে দ্বন্দ্ব থেকেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
সাইফ একটা রাতও আমার সঙ্গে কাটায়নি: কারিনা Apr 03, 2025
img
ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য : রাশিয়া Apr 03, 2025
img
মুম্বাইয়ে জনসমুদ্রের মুখে বিপাকে রণবীর, উদ্ধার করল পুলিশ Apr 03, 2025
img
শুটিংয়ের কাজে কেনা কাপড় দিয়েই ঈদ কাটতো: কুসুম শিকদার Apr 03, 2025
img
যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণে রাখবে Apr 03, 2025
img
এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড Apr 03, 2025
img
ওসির বিরুদ্ধে সংবাদকর্মীদের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতে বললেন ফখরুল Apr 03, 2025
img
এবার নাচ নয়, শুধু ‘টাচ’, উর্বশীর ঘোষণা Apr 03, 2025
img
সালমান খানকে নকল করে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট, গ্রেফতার করে পেটাল পুলিশ Apr 03, 2025
img
এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে : সুলতান সালাউদ্দিন টুকু Apr 03, 2025