শিবচরে ভ্যান চালককে গলা কেটে হত্যা, পালানোর সময় যুবক আটক

মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা (৭০) নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ভ্যান নিয়ে পালানোর সময় সৈকত ঢালী (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইদ মোল্লা কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে এবং পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

অন্যদিকে, আটককৃত সৈকত ঢালী শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের কেরানীবাট ঢালীকান্দি এলাকার আদম আলী ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তালতলা এলাকায় রাস্তার পাশে সাইদ মোল্লার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা দলবেঁধে হত্যাকারীকে ধরতে ও ভ্যান উদ্ধারে অভিযানে নামে।

প্রায় ২ কিলোমিটার দূরে স্থানীয়রা ভ্যানটি নিয়ে পালানোর সময় সৈকত ঢালীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং আহত অবস্থায় আটক সৈকতকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তের কাজ চলছে।


এমআর/এসএন


Share this news on: