মানিকগঞ্জ সদর উপজেলায় বাঁশঝাড় থেকে উদ্ধার হল এক নারীর কার্টন মোড়ানো লাশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় লাশটি পাওয়া যায়।
মানিকগঞ্জ সদর সার্কেল এএসপি মো. সালাউদ্দিন জানান, এয়ার কুলারের একটি কার্টনে প্যাকেট করা অর্ধ উলঙ্গ এবং দেহের সাথে দুই হাত বাঁধা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা রাস্তার পাশে বাঁশ ঝাড়ে কার্টনটি দেখতে পায়। কার্টন থেক দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুর দেড়টার দিকে সিআইডির সদস্যরা এসে কার্টন খুলে ২৫ থেকে ৩৫ বছর বয়সী নারীর লাশ দেখতে পায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন স্থানে হত্যা করার পর এখানে লাশটি ফেলে দেওয়া হয়েছে। নারীর পরিচয়সহ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে মরদেহটি মানিকগঞ্জ মর্গে রাখা হয়েছে।
আরএ/টিএ