পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার পৌর শহরের পাবলিক মাঠের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃতীক কুমার কুন্ড।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বাউফল পৌর শহর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলোর ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা আদায় করা হচ্ছিল। এতে করে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে কিংস পরিবাহন, মুন পরিবাহন ও চেয়ারম্যান পরিবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট বাস মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকাগামী যাত্রী মাসুম বিল্লাল বলেন, আমি ঢাকা ধোলাইপাড় যাবো। বাউফল ট্রাভেলসের ভাড়া ছিল ৬০০ টাকা সেখানে ১০০০ টাকা করে ভাড়া কাটছে। এই অভিযান আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য অবশ্যই ভালো কিছু হবে। প্রতিবছর ঈদে উপলক্ষে ১২শ/১৩শ করে ভাড়া কাটা হয়। ঢাকা থেকে যখন আসছি তখনো ১ হাজার টাকায় টিকিট কাটছি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃতীক কুমার কুন্ড বলেন, ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে অতিরিক্ত ভাড়া আদায়ের। তার পরিপ্রেক্ষিতে বাউফল পাবলিক মাঠের পাশে যে কাউন্টারগুলোর এখানে এসে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে তিনটি পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমআর/টিএ