ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে নানার বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসে রাহিদ (১৭) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে যোকারচর এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ডুবে তিনি মারা যান।

নিহত কিশোর রাহিদ উপজেলার ধলাটেংগর এলাকার শরিফের ছেলে। তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহত চাচা আবু বক্কর জানান, রাহিদ দুই দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে নানা বাড়িতে দাওয়াত খেতে যান। ঈদের আনন্দে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন রাহিদ। সাঁতার না জানায় নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান।

পরে এলাকাবাসী দুই ঘণ্টা খোঁজ করে রাহিদকে উদ্ধার করে।

পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ