ড. ইউনূস বাদে অন্য কেউ সিটে বসলে, তাকে মোল্লা বানাতো ভারত:মোঃ দেলোয়ার হোসেন খান

মেজর মোঃ দেলোয়ার হোসেন খান (ডেল এইচ খান) সম্প্রতি এক বক্তব্যে ভারতের শিলিগুড়ি করিডর এবং বাংলাদেশের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, "চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডর, শিলিগুড়ি করিডর হলো ভারতের মেইনল্যান্ডের সাথে সেভেন সিস্টারসের যোগাযোগ করিডর।"

তিনি আরও বলেন, শেখ হাসিনা যে ভোট ইঞ্জিনিয়ারিং শিখছেন, তা ভারত থেকে শিখেছেন। খান অভিযোগ করেন, "ড. ইউনূসের মতো যদি কোনো গ্লোবাল লরিয়েট না থাকতো, যার গ্লোবাল এক্সেপটেন্স আছে, আজকে যদি অন্য কেউ এই ছিটে বসতো, তাহলে তাকে মোল্লা বানিয়ে ফেলতো।"

ভারতের সাথে সম্পর্কের বিষয়ে খান বলেন, "ভারত হায়দ্রাবাদে কী করেছে?" তিনি ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, "হায়দ্রাবাদের প্রধানকে 'নিজাম' বলা হয়। নিজাম ইংল্যান্ডকে তদানীন্তন ব্রিটিশদের সোনার ইট উপহার দিয়েছিলেন। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর, হায়দ্রাবাদ স্বাধীন দেশ হিসেবে ভারতের সাথে যোগ দিতে চায়নি। এই সময় ভারত হিন্দু অধ্যুষিত হায়দ্রাবাদী দেশের হিন্দুদের উস্কে দিয়েছিল, তাদের ভারতের সাথে যোগ দেয়ার জন্য। এরপর অপারেশন পোলো নামে একটি সামরিক অপারেশন হয়, যা পাঁচদিন স্থায়ী ছিল। প্রথম দুইদিন চেষ্টা করলেও, হায়দ্রাবাদী আর্মি পাঁচদিন পর আত্মসমর্পণ করে।"

খান আরও বলেন, "আরেকটা দেশ ছিলো সিকিম। সিকিমেও একইভাবে এই কৌশল অনুসরণ করে হিন্দুদের উস্কে দেয়া হয়েছিল।" তিনি সমান্তরাল টেনেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে, যেখানে বলা হচ্ছে "মাইনোরিটি মারা যাচ্ছে", যা হায়দ্রাবাদে ভারতের পক্ষ থেকেও একইভাবে প্রচারিত হয়েছিল। খান বলেন, "৮৫% হিন্দু ছিল, এবং তাদের ওপর নিপীড়ন করা হচ্ছিলো, এই একই কৌশল বাংলাদেশের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে।"

এফপি/এসএন

Share this news on: