ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

দ্বিতীয় মেয়াদে আবার ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি- বৃহস্পতিবার ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী এটা প্রায় নিশ্চিত। আর এই দিনেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো প্রতিবেশী দেশ পাকিস্তান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ‘শাহীন টু’ নামে  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এ পরীক্ষাকে প্রশিক্ষণ উৎক্ষেপণ বলে বর্ণনা করেছে দেশটি।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমি থেকে জল-স্থলের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১৫০০ মাইল। এটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম।

এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ‘শাহীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র এবং এটি এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।’

বিবৃতিতে কোনো দেশের নাম না নেয়া হলেও ভারতকে সতর্ক করতেই পাকিস্তান পরীক্ষাটি চালিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।

 

 

টাইমস/এসআই

Share this news on: