তিন বিঘা জমি কাল হলো ৯০ বছরের বৃদ্ধা মায়ের, খোলা আকাশের নিচে ঠাঁই

আট সন্তানের মা সুফিয়া বেগম। সন্তানদের অতি আদর যত্নে বড় করেছেন। মুখে হাসি ফোটাতে বিন্দুমাত্র কার্পণ্য করেননি তিনি। শেষ বয়সে সেই ৮ সন্তানের কাছে চেয়েছিলেন একটু আশ্রয় ও দু’বেলা খাবার। সেই মা আশ্রয় তো পেলেনই না, খাবারও দেন না তার সন্তানরা। বৃদ্ধা ‘মা’ এখন সন্তানদের বোঝা।

তিন বিঘা জমি মেয়েদের নামে লিখে দেওয়ায় কাল হলো তার। স্বামীর ৪০ বিঘা সম্পত্তি থাকার পরও তার কপালে জুটছে না জীবনের শেষ প্রান্তে শান্তিতে ঘুমানোর জায়গা আর দু’বেলা ঠিকমতো খাবার। সেই ৯০ বছর বয়সের বৃদ্ধা মাকে রাতে অন্ধকারে রেখে আসা হলো খোলা আকাশের নিচে।


বলছি বৃদ্ধা সুফিয়া বেগমের অসহায়ত্বের কথা। নওগাঁর বদলগাছী উপজেলার মথুরা ইউপির জগৎনগর গ্রামের মৃত মহাতাব হোসেনের স্ত্রী তিনি। বয়সের ভারে ঠিকমতো কথা বলতে পারেন না। করতে পারেন না চলাফেরাও। তিন ছেলে ও ৫ মেয়ের জননী তিনি।

জানা গেছে, বড় ছেলে মোতাহার হোসেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অপর দুই ছেলে মশিউর রহমান ও আতোয়ার রহমান কৃষি কাজ করেন। আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। ৮ বছর আগে স্বামী মারা যায়। স্বামীর রেখে যাওয়া ৪০ বিঘা সম্পত্তির ভাগ বাটোয়ার নিয়ে ছেলে মেয়ের মাঝে বাঁধে বিরোধ। এরপর আর কেউ মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। তাইতো সম্পত্তির জন্য বৃদ্ধা মায়ের স্থান হলো খোলা আকাশের নিচে। ফেলে গেল তার আপন সন্তান।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে জগৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সন্ধ্যার পর বৃদ্ধা সুফিয়া বেগমকে এক নজর দেখতে গ্রামবাসীর ঢল নামে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, জগৎনগর গ্রামে ছেলেদের বাড়ির সামনে একটি ফাঁকা মাঠে সুফিয়া বেগম রেখে যান তার মেয়ে ও জামাই। খোলা আকাশের নিচে একটি বালিশের নিচে মাথা দিয়ে শুয়ে আছেন। কথা বলার চেষ্টা করলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন। কিছু বলার চেষ্টা করেও বলতে পারে না। বৃদ্ধা সুফিয়া বেগমের কষ্ট দেখে রাতে মশার হাত রক্ষার জন্য গ্রামবাসী মশারি টাঙিয়ে দেন। মশার কামড় থেকে রক্ষায় কেউ আবার কয়েল জ্বালিয়ে দেন।

তবে ঘটনার এক ঘণ্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে এলে ছেলে মশিউর রহমান তার মা সুফিয়া বেগমকে খোলা মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে জায়গা দেন।
গ্রামবাসীরা বলেন, সুফিয়া বেগমের স্বামীর ৪০ বিঘার প্রায় সব জমিই ছেলেরা দখলে রাখে। এছাড়া কিছু জমি ছেলেরা আগেই তার বাবার কাছ থেকে লিখে নেয়। বিষয়টি জানতে পেরে বৃদ্ধা সুফিয়া বেগম তার নামে থাকা তিন বিঘা জমি পাঁচ মেয়েদেরকে লিখে দেন। এরপর ছেলেদের কাছে শত্রু হয়ে যায় জন্মদাতা ‘মা’। তারপর থেকেই মায়ের খোঁজ নেয় না ছেলেরা।

এমতাবস্তায় ৫ মেয়ে পর্যায়ক্রমে মাকে দেখভাল করতেন। গত কয়েক মাস থেকে একই গ্রামের ছোট মেয়ে আঙ্গুর বেগম ও জামাই ফিরোজ হোসেনের বাড়িতে নিয়ে দেখভাল শুরু করেন। কিন্তু আঙ্গুর বেগমের ভাই ও অন্য বোনরা মায়ের কোনো খোঁজ-খবর নেন না। এমনকি ভরণপোষণের কোনো ব্যবস্থা করেননি। অভাব অনটনের সংসারে তাই ভাই ও অন্য বোনদের ওপর ক্ষোভে আঙ্গুর বেগম ও জামাই ফিরোজ হোসেন বৃদ্ধা সুফিয়া বেগমকে খোলা আকাশের নিচে রেখে যান।

জামাই ফিরোজ হোসেন বলেন, শাশুড়ি আমার কাছেই ছিল। কোনো ছেলেরা তার খোঁজ খবর নেয় না। অসুস্থ হওয়ার খবর শোনার পরও ছেলেরা মাকে দেখতে আসেননি। ছেলেদের বাড়িতে রাখতে গেলেও তার মাকে নিতে অস্বীকার করেন। তাই ক্ষোভ ও রাগ করে আঙ্গুর বেগম তার ভাইদের বাড়ির সামনে তার মাকে ফাঁকা মাঠে ফেলে আসে।

মথুরাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন জানান, অসুস্থ হওয়ার খবর শোনার পরও ছেলেরা তাদের মাকে দেখতে যাননি। ছেলেদের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে রাখতে এলে মাকে নিতে অস্বীকার করেন। তাই ক্ষোভ ও রাগ করে আঙ্গুর বেগম ছেলেদের বাড়ির সামনে তার মাকে ফাঁকা মাঠে রেখে যান।

অপর প্রশ্নে তিনি আরও বলেন, তাদের সঙ্গে কথা বলা হয়েছে। যদি তাদের মাকে না ভরণপোষণ করেন তাহলে আইনি ব্যবস্থা নিতে সব ধরনের সহযোগিতা করা হবে।
বদলগাছী থানার উপ-পরিদর্শক নিহার চন্দ্র বলেন, তার ছেলেদের সঙ্গে কথা বলেছি। তার ছেলে মশিউরের কাছে আছে বৃদ্ধা মা সুফিয়া বেগম। মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নিলে ছেলে-মেয়েদের বিরুদ্ধে ভরণ পোষণ আইনে মামলা করা হবে।

পরবর্তীতে এ ধরণের ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স Jul 06, 2025
img
পিআরের বিরোধিতা করতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ রাজনৈতিক শিষ্টাচার ভেঙেছেন : মারুফ Jul 06, 2025
img
‘বোলাররাই মার খায়, তুই পারবি’, তানভিরকে বলেছিলেন মিরাজ Jul 06, 2025
img
পাহাড়ি মেলার মাধ্যমে আমরা ঐতিহ্যকে তুলে ধরেছি : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Jul 06, 2025
img
ইসলামি দলগুলোর কথার সঙ্গে কাজের কোনো মিল নাই : বিএনপি নেতা হারুন Jul 06, 2025
img
সারজিসের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধারের দাবিটি ভুয়া Jul 06, 2025
img
বিশ্বাস ছিল যে ২৪৮ রান আমরা ডিফেন্ড করতে পারব : মিরাজ Jul 06, 2025
img
আরব্য রজনীর রূপে নেটিজেনদের নজর কাড়লেন টিনা দত্ত Jul 06, 2025
img
সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে : আমিনুল হক Jul 06, 2025
img
আমার মনে হয়, ইলিয়াস আলীকে ভারতের কোনো একটি কারাগারে রাখা হয়েছে : এম এ মালেক Jul 05, 2025
img
দীর্ঘ বিরতির পর সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে ব্রিটেন Jul 05, 2025
img
শ্রীলঙ্কাকে হারানোর দিনে ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ তানভীর Jul 05, 2025
img
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ফিরল টাইগাররা Jul 05, 2025
img
বাংলাদেশে পুশইনের জন্য বিশেষ বিমানে ২০০ জনকে সীমান্তে আনল ভারত Jul 05, 2025
img
ইরান থেকে সরে গেলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা Jul 05, 2025
img
ফারিন খানের পোস্ট ঘিরে জল্পনা, কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী? Jul 05, 2025
img
টলিউডের প্রিয় ‘এজেন্ট সাই’ আবারো ফিরছে বড় পর্দায় Jul 05, 2025
img
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে : নাহিদ ইসলাম Jul 05, 2025
img
গ্ল্যামার ছেড়ে শক্তিশালী চরিত্রে মানুষী Jul 05, 2025
img
'জুলাইয়ের মতো আগামী নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে' Jul 05, 2025