কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ভিড়

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমির স্নান শুরু হয়েছে।

তিথি অনুযায়ী, শনিবার ভোর ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই স্নান করা যাবে। স্নান ঘিরে লাখো পূণ্যার্থীর ভিড় জমেছে এখানে।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান করে থাকেন।

আয়োজকরা জানান, এবার পূণ্য স্নানে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করছে। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

স্নান উৎসবে রংপুর বিভাগের আট জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেন।

পূণ্যার্থীদের থাকার জন্য উপজেলার প্রায় ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া পূণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তন এবং রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে।

পূণ্যার্থীদের পূজাপর্বের জন্য প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ দায়িত্ব পালন করছেন।

অষ্টমী স্নান নির্বিঘ্ন করতে পুলিশের ১৮১ জন সদস্য ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এসএন 

Share this news on: