সাভারের হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি বাস উল্টে ৪০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষাশহিদ রফিক সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব গঙ্গাস্নানে অংশ নিতে বাসে করে যাচ্ছিলেন অর্ধশতাধিক পুণ্যার্থী। এ সময় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষাশহিদ রফিক সেতুর ওপরে উঠলে শুভযাত্রা পরিবহনের বাসটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে বাসে থাকা ৪০ জন তীর্থযাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামাল ক্লিনিক এবং নারী ও শিশু হাসপাতালে পাঠান।
এসএন