মুরগির মৃত্যুর বিচার চেয়ে থানায় বৃদ্ধা, আশ্বাস দিলেন ওসি

লালমনিরহাট সদর থানায় পাঁচটি মৃত মুরগি নিয়ে হাজির হয়ে বিচার চেয়েছেন রশিদা বেগম নামে এক নারী। গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেলে সদর থানায় এসে বিচারের দাবি জানান তিনি।

বৃদ্ধা রশিদা বেগম (৫৫) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার গ্রামের বাসিন্দা।

বৃদ্ধা রাশিদা বেগম জানান, আমি অনেক যত্নে মুরগিগুলো লালন-পালন করেছি। প্রতিদিনের মতো শনিবার সকালে মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে বাড়ির পাশের একজনকে দেখতে বলে গ্রামে ভিক্ষা করতে বের হই। বাড়ি ফিরে দেখি, আমার ১১টি মুরগিই মরে পড়ে আছে। কেউ শত্রুতা করে বা বিষ প্রয়োগ করে মুরগিগুলো মেরেছে।

তিনি আরও বলেন, ভিক্ষা করে মুরগিগুলো কিনেছি, কিন্তু কে এ মুরগিগুলো মেরে ফেলেছে বুঝতে পারছি না। আমার এ মুরগি কয়টাই ছিল সম্বল। ডিম বিক্রি করতাম, বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল। আমি গরিব মানুষ। আমি এর সঠিক বিচার চাই। তাই প্রমাণ দেখাতে মৃত ১১টি মুরগির পাঁচটি থানায় নিয়ে এসেছি।

লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, একজন অতি দরিদ্র নারী তার পাঁচটি মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় এসেছেন। আমরা তার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছি। প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগকারী নারীর সন্দেহসহ সবদিক বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, মৃত মুরগিগুলোর ময়নাতদন্তের জন্য পশুসম্পদ বিভাগে পাঠানো হবে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

আরএ

Share this news on: