গাইবান্ধার ভোটকেন্দ্রে গুলির ঘটনায় সাত বছর পর মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিনসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি হিসেবে ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলির ঘটনা ঘটে।

ঘটনার সাত বছর পর গত ৩ এপ্রিল রাতে মামলাটি দায়ের করেন শান্তিরাম ইউনিয়নের উত্তর পরান গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. আইয়ুব আলী।

মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা একত্রিত হন। এ আসনের ১৪ দলীয় মহাজোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে তারা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

এরপর ভোটারদের ভয় দেখিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেন। এ সময় জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহিনের নির্দেশে অবৈধ অস্ত্র ব্যবহার করে মামলার বাদী আইয়ুব আলীর ছেলে শাহিন মিয়াকে (৩২) গুলি করা হয়। গুলি শাহিন মিয়ার বাম উরু ভেদ করে ডান উরু দিয়ে বের হয়ে যায়। এতে শাহিন মিয়া গুরুতর আহত হন এবং রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত প্রথমে সুন্দরগঞ্জ হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকা খরচ হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। শাহিন মিয়া বর্তমানে স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন মামলা দায়ের করতে বিলম্ব হয়েছিল।

মামলার বাদী আইয়ুব আলী বলেন, সন্ত্রাসীরা গুলি চালিয়ে আমার ছেলেকে পঙ্গু করেছে। এতদিন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসীদের চাপে মামলা করতে পারিনি।

অবশেষে সাত বছর পর মামলা দায়ের করেছি। আমি ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব এবং আশা করি, আইন সঠিক পথে ব্যবস্থা নেবে।'
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় দীর্ঘ সময় পর মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ


Share this news on:

সর্বশেষ

img
সোমবার দেশব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি সফলের আহ্বান Apr 06, 2025
img
এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর : নাহিদ রানা Apr 06, 2025
img
৮৪ আওয়ামীপন্থি আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন Apr 06, 2025
img
জিগাতলা এলাকা ছেড়েছেন সাবেক বিডিআর সদস্যরা Apr 06, 2025
img
রেকর্ড সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স Apr 06, 2025
img
বাড়তি শুল্ক প্রত্যাহারের জন্য ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস Apr 06, 2025
img
ফিলিস্তিনিদের সমর্থনে সোমবার রাজপথে নামার আহ্বান সারজিসের Apr 06, 2025
img
রশ্মিকা মান্দানাকে নিয়ে সমালোচনা, চরিত্রে নেই কোনো নিজস্বতা Apr 06, 2025
img
ক্রিকেটার সাকিব দুর্নীতি মামলারও আসামি হতে পারেন Apr 06, 2025
img
১৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ড পারভেজ ইমনের Apr 06, 2025