খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে, ফলে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই।

গতকাল শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের হাওর উপ‌জেলার অষ্টগ্রা‌মে জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নিতে সরকার খাদ্যশস্য আমদা‌নি করে‌ছে। আর এবার হাওরসহ সারা দে‌শে বো‌রো ধানের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ্যে উদ্বৃত্ত হ‌বে দেশ। কৃষক যেন ফস‌লের ন্যায্য মূল্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

তি‌নি আরও ব‌লেন, কৃষক হ‌লো উন্নয়‌নের প্রথমসা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা রোধ, সার ও বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ কর‌ছে ব‌লে জানান।

খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদীগুলো আজ নাব্যতা সংকটে ভুগ‌ছে। খাল খন‌ন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভা‌বে খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

তি‌নি আরও ব‌লেন, হাওর এলাকায় এখন কৃষকরা ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুরগি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব্যবস্থাসহ আর্থসামাজিক উন্নয়‌নে ব্যাপকভা‌বে কাজ কর‌ছে।
এ সময় বেশ ক‌য়েকজন জিরা‌তি কৃষক তা‌দের সেচ সমস্যা, রাস্তাঘা‌টের সংকট, খাবার পানির অভাব নি‌য়ে কথা ব‌লেন। জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহানের সঞ্চালনায় কৃষক সমা‌বে‌শে পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের কৃ‌ষি কর্মকর্তা অ‌ভি‌জিত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে হাও‌রের বি‌ভিন্ন বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন উপদেষ্টা।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত Apr 06, 2025
img
গাজায় ইসরায়েলের গণহত্যায় নিন্দা ও কর্মসূচি ঘোষণা ছাত্রদলের Apr 06, 2025
img
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা Apr 06, 2025
img
ভূমি সেবায় আধুনিক যুগের সূচনা : 'ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর পথে সরকার Apr 06, 2025
img
ভুলভাবে ডাবের পানি খেলে হতে পারে মৃত্যু! Apr 06, 2025
img
সংস্কার নিয়ে আগামীকাল এবি পার্টির সঙ্গে বৈঠকে বসবে ঐকমত্য কমিশন Apr 06, 2025
img
শহীদ আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার হোক, এটা আমিও চাই : প্রধান বিচারপতি Apr 06, 2025
img
বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি Apr 06, 2025
img
আল্লাহর সন্তুষ্টির জন্য মেহমানদারি Apr 06, 2025
img
তারকা দম্পতির বিচ্ছেদের ঘোষণা, এরপর বললেন ‘প্র্যাঙ্ক’ করেছেন Apr 06, 2025